২য় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা হতে ভর্তি

অপরিচিত | জানুয়ারী ০৮, ২০১৮
২য় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা হতে ভর্তি

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহের এমবিবিএস কোর্সে  ২য় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা হতে ভর্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে ।স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

সেখানে উল্লেখ করা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে গত ২১-১১-২০১৭ ইং তারিখের মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও  পছন্দের ভিত্তিতে ২য় দফায় মাইগ্রেশন  প্রক্রিয়া সম্পন্ন  এবং  অপেক্ষমান  তালিকা হতে ৭৬(ছিয়াত্তর) জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

সেখানে আরো উল্লেখ করা হয়, আগামী ০৫-১২-১৭ ইং হতে ১৯-১২-২০১৭ ইং তারিখের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ হতে বদলিকৃত নতুন কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।উল্লেখিত তারিখের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।আর অপেক্ষমান তালিকা হতে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তারা নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অপেক্ষমান তালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে এবং সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

মন্তব্য (০)

Error in view rendering, file name is Parts/_RightColumn